মালদা

বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘটনায় অভিযুক্ত তৃণমূল প্রার্থী হাজী কেতাব উদ্দিন

পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী হাজী কেতাব উদ্দিনের বিরুদ্ধে। এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সোমবার কালিয়াচক থানার অন্তর্গত নয় মৌজা শুভানিয়া হাই মাদ্রাসায় পঞ্চায়েত নির্বাচন শুরু হয়। অভিযোগ এই স্কুলে থাকা বুথ গুলি কিছুক্ষণের মধ্যেই দখল নেয় তৃণমূলের প্রার্থী হাজী কেতাব উদ্দিন সহ তার দলের কর্মী সমর্থকরা। এরপর চলে ব্যাপক হারে ছাপ্পা ভোট। তবে শুধু তৃণমূলের কর্মী সমর্থকরা ছাপ্পা ভোট দেয় তা নয় সেই কাজে হাত লাগান বুথের রক্ষণাবেক্ষণে থাকা এক পুলিশও। 

    এই ঘটনায় এলাকার এক ভোটার আব্দুল ওয়াহাব বলেন, তিনি ভোট দিতে এসেছেন কিন্তু ভোট দিতে দিলনা আমাদের। তবে কোন পার্টি করেছে তা তিনি বলতে পারছেন না।

     এই বিষয়ে বিরোধী দলের জেলা পরিষদের এক প্রার্থী অভিযোগ করে বলেন, বুথে কোন দলের প্রার্থীদের ঢুকতে দিচ্ছে না বুথ পুরোপুরি দখল করেছে তৃণমূল। চলছে ব্যাপক হাতে ছাপ্পা ভোট। এই ঘটনায় থানার আইসি সহ বুথের পুলিশ যুক্ত রয়েছে বলে তিনি দাবী করেন। 

     যদিও বিরোধী ও এলাকাবাসীর অভিযোগের জবাবে তৃণমূল প্রার্থী হাজী কেতাব উদ্দিন বলেন, এমন কোন ঘটনায় হয়নি এলাকায়। দেখতেই পাচ্ছেন সমস্ত দিক খোলা রয়েছে। কাউকে বাধা দেওয়া হচ্ছেনা। তিনি দাবী করেন নির্বাচন ঠিক ভাবেই হচ্ছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/Kmt2ApRbBtw